ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

‘মাদ্রাসা শিক্ষার্থীদের সব শিক্ষায় শিক্ষিত করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ২৯, ২০১৬
‘মাদ্রাসা শিক্ষার্থীদের সব শিক্ষায় শিক্ষিত করতে হবে’ ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাদ্রাসা শিক্ষার্থীদের শুধু ‍আরবি শিক্ষা নয়, তার সঙ্গে বাংলা, ইংরেজি, গণিতসহ সব শিক্ষায় শিক্ষিত করে ‍তুলতে হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

 

রোববার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ইসলামবিরোধী শিক্ষানীতি বাতিল ও বিতর্কিত পাঠ্যসূচি সংশোধনের’ দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

মানববন্ধনটির আয়োজন করে আদর্শ নাগরিক আন্দোলন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জিয়াউর রহমান, হযরত আয়শার (রা.) জীবনের মূল্যবান সময়ের কথা পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে। এতে মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপক উন্নতি হবে।

মানববন্ধনে আরো বক্তব্য দেন আদর্শ নাগরিক আন্দোলনের আহ্বায়ক মাহমুদুল হাসান, বিএনপির বিদায়ী নির্বাহী কমিটির সদস্য অ্যাড. আবেদ রেজা, খেলাফত আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এসজে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ