রাজশাহী: রাজশাহীতে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ৩০ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
শনিবার (৩০ জুলাই) রাতে আরএমপির মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য জানান।
তিনি বলেন, মহানগরীর ৪টি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। এর মধ্যে দুইজন জামায়াত-শিবির কর্মী, ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজনকে মাদক নিয়ন্ত্রণ মামলায় ও সাতজন মাদকসেবনের দায়ে আটক করা হয়।
আটক জামায়াত-শিবির কর্মীরা হলেন, মহানগরীর মতিহার থানার বাখরাবাজ দক্ষিণপাড়া এলাকার মৃত রূপচান মণ্ডলের ছেলে জামায়াত কর্মী এনামুল হক (৫৫) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সদাশিবপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে শিবির কর্মী ইউসুফ আলী (২৩)।
এছাড়াও রাজপাড়া থানা পুলিশ ভাটাপাড়া থেকে রুবেল ইসলাম (২৮) নামের এক যুবককে ১১ পিস ইয়াবাসহ আটক করেছে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ইফতে খায়ের আলম।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
এসএস/জিসিপি