ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

ইসি কঠোর নিরপেক্ষতা অবলম্বন করছে: ইনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
ইসি কঠোর নিরপেক্ষতা অবলম্বন করছে: ইনু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

কুষ্টিয়া: বর্তমান নির্বাচন কমিশন (ইসি) কঠোর নিরপেক্ষতা অবলম্বন করছে জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা প্রতিদিন নির্বাচন কমিশনের ওপর অভিযোগ করে আসলেও মূলত এই কমিশন কঠোর নিরপেক্ষতা অবলম্বন করছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে ভেড়ামারার গোলাপনগরে নিজ বাসভবনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এখন পর্যন্ত পক্ষে বা বিপক্ষে কোনো রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক পদক্ষেপ আগুন সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস, হত্যা খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে, রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে নয়।

অতীতের ভয়ঙ্কর সব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী যে পদক্ষেপ নিচ্ছে তাতে সমাজ অপরাধমুক্ত হবে, নির্বাচনী মাঠও শান্তিপূর্ণ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনেই রয়েছে।

বিএনপি নেতাদের উদ্দেশ্য ইনু বলেন, নির্বাচনকে সামনে রেখে অপরাধীদের পক্ষে ওকালতি করবেন না। তাদেরকে বাঁচানো বা নির্বাচনী মাঠে অপরাধীদের হালাল করার চেষ্টাও করবেন না।

মতবিনিময় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জেলা জাসদের নেতাকর্মী ও দুই উপজেলার প্রায় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ