ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এমপির বাসভবনে ভাঙচুর: বিএনপি নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এমপির বাসভবনে ভাঙচুর: বিএনপি নেতা কারাগারে পয়গাম আলী

ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপির রুহিয়ার বাসভবনে ভাঙচুর ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরের অভিযোগে করা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই নেতার নাম পয়গাম আলী।

 তিনি দলটির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালের বিচারক আলাউদ্দিন এ আদেশ দেন।

এর আগে, বুধবার (১৪ ডিসেম্বর) রাতে পৌরশহর থেকে তাকে আটক করা হয়।

আদালতের কোর্ট পরিদর্শক আব্দুল ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা  বলেন, রুহিয়ায় তিন মাস আগে একটি ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা নুর ইসলাম অজ্ঞাত পরিচয়ের ১০০-১২০ জনের নামে মামলা দায়ের করেন৷ এ মামলায় তাকে আটক করা হয়। এখন পর্যন্ত এ মামলায় তিন জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।