ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

হরতালে জামায়াতের উপস্থিতি কম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, জুন ২৭, ২০১০

ঢাকা: আজকের হরতালে চারদলীয় জোটের শরিক বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতি ছিল কম।

রাজধানীজুড়ে বিএনপি মিছিল করেলেও জামায়াত নেতাকর্মীদের দেখা গেছে মাত্র তিনটি স্থানে।



তবে হরতালে রাজপথে কর্মীদের কম উপস্থিতির কথা অস্বীকার করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক তাসনিম আলম।

বিকালে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে মোবাইল ফোনে তিনি বলেন, ‘হরতালে আমাদের নেতাকর্মীদের স্বত:স্ফুুর্ত অংশগ্রহণ ছিল। সকাল থেকেই আমরা রাজপথে মিছিল মিটিং করেছি। ’

তিনি জানান, সকাল ৬টায় পল্টন থানা জামায়াতের উদ্যোগে পুরানা পল্টন থেকে দৈনিক বাংলা পর্যন্ত মিছিল করা হয়। পরে সকাল ৯টায় বিজয়নগরস্থ কালভার্ট রোডে ঢাকা মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক ও সাংসদ এ এইচ এম হামিদুর রহমানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি পুরানা পল্টনে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৬৪৭, জুন ২৭, ২০১০
এইচএ/বিকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।