ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাম্প্রদায়িকতার সঙ্গে কোনো আপস নেই: কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
সাম্প্রদায়িকতার সঙ্গে কোনো আপস নেই: কাদের

ঢাকা: বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করার অঙ্গীকার করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখানে কোনো আপস নেই।  

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ বাংলাদেশে ডালপালা ছড়িয়েছে, আজকের দিনে শপথ নিতে হবে শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, সাম্প্রদায়িকতার সেই বিষবৃক্ষকে আমরা উৎপাটন করব। এটিই হোক আজকের দিনের অঙ্গীকার। এখানে কোনো আপস নেই।

তিনি বলেন, আমাদের চেতনা বাংলাদেশের জনগণের চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা। আজকের বাংলাদেশে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি আমাদের প্রধানতম শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা।  

কাদের বলেন, আজ যারা পহেলা বৈশাখ বিশ্বাস করে না, তারাই সাম্প্রদায়িক। তাদের তত্ত্ব সাম্প্রদায়িকতা, তাদের তত্ত্ব দ্বিজাতিতত্ত্ব, তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।  

পহেলা বৈশাখ সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকের দিন একদিকে আমাদের আত্মপরিচয় অনুসন্ধানের দিন, আরেক দিকে অসাম্প্রদায়িকতার মর্মবাণী প্রচারের দিন।

তিনি বলেন, বাংলার ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল, এখনো আছে এবং থাকবে। এখানে কোন দল পালন করল, কোন দল পালন করল না, তা বিবেচ্য বিষয় না। যতদিন আওয়ামী লীগ থাকবে, ততদিন এই দেশে পহেলা বৈশাখ উদযাপন হবে।

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সারা বাংলাদেশে আজকে নবজাগরণের ঢেউ উঠেছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আমাদের আবেগের, অস্তিত্বের ঠিকানা পহেলা বৈশাখ।  

নববর্ষ ও আসন্ন ঈদ- এই দুই উৎসবে সারা দেশে যে লেনদেন হবে, যে বাণিজ্য হবে তা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।  

নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এমইউএম/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।