ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

তারুণ্যের সমাবেশে হৃদরোগে যুবদল নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
তারুণ্যের সমাবেশে হৃদরোগে যুবদল নেতার মৃত্যু

বগুড়া: বগুড়ায় তারুণ্যের সমাবেশে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আজিজুল হক (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুন) বিকেলে বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে হৃদরোগে আক্রান্ত হন আজিজুল।

পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজিজুল হক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নের মৃত জমশেদ আলীর ছেলে। তিনি কয়রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

জানা গেছে, তারুণ্যের সমাবেশে তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান এ তথ্য নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জের যুবদল নেতা আজিজুলের মৃত্যুতে আমরা শোকাহত। দলের পক্ষ থেকে এ ঘটনায় শোক প্রস্তাব রাখা হবে।

বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপ-পরিদর্শক আনিছুর রহমান জানান, কোন অভিযোগ না থাকায় আজিজুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।