ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নটরডেম কলেজের সামনে বিএনপির ২ গ্রুপের মারামারি, আহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
নটরডেম কলেজের সামনে বিএনপির ২ গ্রুপের মারামারি, আহত ১

ঢাকা: রাজধানীতে বিএনপির মহাসমাবেশে এসে মতিঝিল নটরডেম কলেজের সামনে মারামারিতে আহত হয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন দীপু (৩২)। তার বাবার নাম বেপারি মোল্লা।

কমিটির সভাপতি জহির ফকির জানান, বিএনপির সমাবেশে যোগ দিতে ঢাকায় আসেন আনোয়ার। বিকেল সাড়ে ৩টার দিকে তারা কয়েকজন মতিঝিল নটরডেম কলেজের সামনে দিয়ে যাওয়ার ২৫ থেকে ৩০ জনের একটি গ্রুপ তাদের মারধর শুরু করে।  

তিনি আরও জানান, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবির হোসেনের সমর্থকরা তাদের মারধর করেছে। কবিরের ছেলে মেহেদী হাসান রাজু সেখানে ছিল।  

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তার শরীরে কিলঘুষির আঘাত রয়েছে। তাকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।