ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির মিডিয়া সেলের সঙ্গে ফখরুলের মতবিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
বিএনপির মিডিয়া সেলের সঙ্গে ফখরুলের মতবিনিময়

ঢাকা: বিএনপির মিডিয়া সেলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বিএনপির মহাসচিব রাজপথের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য মিডিয়া সেলের প্রতি আহ্বান জানান।  

তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে বিচারালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়া পরিবার ও বিএনপিকে নিশ্চিহ্ন করাই সরকারের টার্গেট।

মির্জা ফখরুল উদাহরণ হিসেবে বলেন, সাম্প্রতিক একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন কানাডার একটি আদালত। অথচ সরকারের প্ররোচনায় অনেক গণমাধ্যম মিথ্যা-বানোয়াট সংবাদ প্রচার করছে। এ ধরনের বিকৃত সংবাদ তারা কীভাবে প্রকাশ করেছেন তার একটা আনুষ্ঠানিক ব্যাখ্যা নেওয়া দরকার।  

এ পরিস্থিতিকে সামনে রেখে বিএনপির মিডিয়া সেলকে সুনির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছেন তিনি।

সদস্যদের আলোচনার পর মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্যে সেলের তৎপরতা বিস্তারিতভাবে তুলে ধরেন।

এ সময় মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সদস্য শাম্মী আক্তার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান, ব্যারিস্টার রুমিন ফারহানা, কাদের গনি চৌধুরী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান ও বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।