ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘ক্ষমতা পাকাপোক্ত করতে বিরোধী নেতাদের সাজা দিচ্ছে সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
‘ক্ষমতা পাকাপোক্ত করতে বিরোধী নেতাদের সাজা দিচ্ছে সরকার’ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামী লীগ সরকার বিরোধী দলের নেতাদের সাজা দিচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

তিনি বলেন, বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।

কোনো দলের দালালি করা তাদের কাজ নয়। কিন্তু বর্তমান বিচার বিভাগ সেটা করছে না। তারা সরকারের সঙ্গে হাত মিলিয়ে বিরোধী দলের নেতাদের নির্বাচন থেকে দূরে রাখতে একজনের পর একজনকে সাজা দিয়ে যাচ্ছে। ক্ষমতা পাকাপোক্ত করতে এসব দেওয়া হচ্ছে।

শনিবার (১৯ আগস্ট) এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের রায়ের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অলি আহমদ এসব কথা বলেন।  

জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজক করে এলডিপি।

অলি আহমদ বলেন, ২০০৭ সালে ১/১১ এর জরুরি সরকার আওয়ামী লীগের অনেক নেতার নামে যৌক্তিক মামলা করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের মামলা তুলে নিয়ে বিএনপি ও বিরোধী দলের মামলা সচল রেখে অন্যায়ভাবে তাদের সাজা দিচ্ছে। তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে যে রায় দিয়েছে তা অন্যায়ভাবে দিয়েছে। আদালত রেদোয়ান আহমেদের কোনো সাক্ষীর বক্তব্য গ্রহণ করেনি।

এ সময় তিনি এসব রায় প্রত্যাহারের জন্য আদালতের প্রতি অনুরোধ জানান।

এলডিপির সভাপতি বলেন, বিরোধী দলের নেতাদের নামে এ সরকার যে লাখ লাখ মামলা দিয়েছে, তা সম্পূর্ণ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দিয়েছে। লাখ লাখ মানুষকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রাখার পরিণতি ভালো হবে না। এ সরকারের সময় শেষ। এরা দেশের অর্থনীতি ধ্বংস করেছে। বিচার বিভাগ ধ্বংস করেছে। দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এদের শাস্তি পেতেই হবে।

এলডিপির সহ-সভাপতি মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- দলের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল আলম তালুকদার, নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এস এম মোরশেদ, সাকলায়েন, উপদেষ্টা মাহবুবুর রহমান, অধ্যাপক কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।