ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

১৫ আগস্ট ও প্রায়ত ডেপুটি স্পিকার স্মরণসভা-দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
১৫ আগস্ট ও প্রায়ত ডেপুটি স্পিকার স্মরণসভা-দোয়া মাহফিল

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী শহীদদের স্মরণ এবং প্রয়াত ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা অ্যাড. ফজলে রাব্বি এমপির স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার বাদ-জুমা ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের তালতলা বাজারের দক্ষিণ খাটিয়ামাড়ী এবতাদিয়া মাদ্রাসা মাঠে ওই অনুষ্ঠান হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার।  

আমন্ত্রিত অতিথি ছিলেন সাবেক ডেপুটি স্পিকারের কন্যা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মো. আলাউদ্দিন, ফুলছড়ি থানার অফিসার ইন চার্জ মো. রজ্জব আলী, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনছার আলী, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল গফুর মণ্ডল প্রমুখ।  

বক্তারা সবাই মহান মুক্তিযুদ্ধসহ শোকাবহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী শহীদের রুহের মাগফেরাতের জন্য দোয়া করেন। সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।