ঢাকা: ব্যাংকককে নিয়মিত শারীরিক পরীক্ষা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সস্ত্রীক ব্যাংকক থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
এ সময় জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খাঁনসহ জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, নিয়মিত শারীরিক চেকআপের অংশ হিসেবে তিনি গত ২৪ আগস্ট ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এসএমএকে/এসআইএ