ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শামীম ওসমানের নির্দেশে সমাবেশে ৩০০ বাসে ছাত্রলীগ নেতাকর্মী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
শামীম ওসমানের নির্দেশে সমাবেশে ৩০০ বাসে ছাত্রলীগ নেতাকর্মী 

নারায়ণগঞ্জ: প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে ঢাকায় ছাত্রলীগের ছাত্র সমাবেশে ৩০০ বাসে চড়ে এবং বিভিন্নভাবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের প্রায় ৩০ হাজার নেতাকর্মী যোগদান করেছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) ঢাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ জানান, আমরা বরাবরের মতো এবারো সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের নির্দেশে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় সমাবেশে উপস্থিত ছিলাম।

তিনি জানান, জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা তিন শতাধিক বাসে চড়ে ও নানাভাবে সমাবেশে অংশ নেন। এর আগে সকাল থেকেই ঢাকায় আমাদের নেতাকর্মীরা জড়ো হন। পরে বিশাল মিছিলসহ সমাবেশে নেতাকর্মীরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।