ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত 

জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সভা শুক্রবার সকালে বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

 

বিরাজমান জাতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, সদ্য সম্পন্ন জাকের পার্টির ৪র্থ জাতীয় কাউন্সিলের গুরুত্ব ও সফলতা, গণতন্ত্রের অগ্রযাত্রার অপরিহার্যতা ও জাকের পার্টির অবিরাম কর্ম প্রচেষ্টা, আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনসহ গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়ে সভায় আলোচনা হয়।

সভায় মোস্তফা আমীর ফয়সল কাউন্সিলে পুণরায় জাকের পার্টি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন প্রস্তাব, দেশজুড়ে শোকরানা মিলাদ মাহফিল এবং কাউন্সিল সফল করায় জাকের পার্টি, সহযোগী সংগঠনসমূহ, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের তৃণমূল পর্যায় পর্যন্ত সর্বস্তরের নেতা-নেত্রী এবং সদস্যদের প্রতি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।