ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সংকটের মুখোমুখি দেশের গণতন্ত্র-মানবাধিকার: সিপিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
সংকটের মুখোমুখি দেশের গণতন্ত্র-মানবাধিকার: সিপিবি

ঢাকা: দেশের গণতন্ত্র ও মানবাধিকার বিরাট সংকটের মুখোমুখি বলে উল্লেখ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের সিপিবি কার্যালয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সমাজতান্ত্রিক ভিয়েতনামের রাষ্ট্রদূত মি. ন্যুয়েন মান কুঅং সৌজন্য সাক্ষাত করেন এবং দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হন।

সাক্ষাতে উভয়পক্ষ দুই দেশের জনগণের বন্ধুত্ব আগামী দিনে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে ভিয়েতনামের চলমান সমাজতান্ত্রিক বিনির্মাণ কর্মসূচির অভাবনীয় অগ্রগতির জন্য সিপিবি নেতাদের রাষ্ট্রদূতের মাধ্যমে ভিয়েতনামের জনগণ ও সেদেশের কমিউনিস্ট পার্টিকে অভিনন্দন জানান।

সৌজন্য সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রদূত সমাজতান্ত্রিক ভিয়েতনামের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে সিপিবি নেতাদের অবহিত করেন। আলোচনাকালে ভিয়েতনামের রাষ্ট্রদূত বলেন, কোভিড মহামারীর চরম আঘাত সত্ত্বেও ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অসাধারণ গতিতে এগিয়ে চলছে। ভিয়েতনামের বৈদেশিক বাণিজ্য, পর্যটন শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন এবং কৃষিক্ষেত্রের অগ্রগতি আজ বর্তমান বিশ্বের উল্লেখযোগ্য উদাহরণ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভিয়েতনাম বাংলাদেশের জনগণের পক্ষে ছিল। ভিয়েতনাম সর্বদা বাংলাদেশের জনগণের সুখে-দুঃখে পক্ষে থাকতে আগ্রহী। ভিয়েতনাম এশিয়া তথা বিশ্বকে যুদ্ধের ঝুঁকিমুক্ত রাখতে তথা শান্তির পক্ষে প্রতিজ্ঞাবদ্ধ।

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সিপিবির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ. এন. রাশেদা, শাহীন রহমান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী।

সিপিবি সভাপতি ভিয়েতনামের রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যতম কূটনীতিক মি. নায়েম হাইক নককে সিপিবি কার্যালয়ে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভিয়েতনামের জনগণ ও পার্টির ঐতিহাসিক এবং ঐতিহ্যগত বন্ধুত্ব রয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্রাজ্যবাদবিরোধী নানা সংগ্রামে বাংলাদেশের জনগণের সঙ্গে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি ও জনগণ ছিল।

সিপিবি নেতারা এ সময় তাদের আলোচনায় বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার আজ বিরাট সংকটের মুখোমুখি। সিপিবি তার দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামে অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে বদ্ধ পরিকর। নানা দেশি-বিদেশি শক্তি আজ বাংলাদেশ তথা গোটা এশিয়া মহাদেশকে অস্থিতিশীল করতে তৎপর। সাম্রাজ্যবাদী ও প্রতিক্রিয়াশীল শক্তির এই অপতৎপরতা সম্পর্কে সবাইকে সর্তক থাকতে হবে।

বৈঠক শেষে ভিয়েতনামের রাষ্ট্রদূত সিপিবি নেতাদের সঙ্গে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন এবং পরস্পরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।