ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আল মামুন সরকারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
আল মামুন সরকারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানান।

 

সোমবার (২ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রী এক শোকবার্তায় বলেন, মাত্র ১৭ বছর বয়সে আল মামুন সরকার মুক্তিযুদ্ধে অংশ নেন। ছাত্রজীবন থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি এবং জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন আল মামুন সরকার। তিনি রেডক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান। তার মৃত্যুতে জাতি একজন পরিপক্ব রাজনীতিবিদকে হারাল। তার এ শূন্যতা পূরণ হওয়ার নয়।

উল্লেখ্য, তিনি সকাল ৯টায় জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।