ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।
শনিবার (০৭ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রথম ম্যাচেই দুর্দান্ত খেলে জয় পেয়েছে টাইগাররা। তাদের গৌরবোজ্জ্বল এই জয় প্রত্যাশিত ছিল। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ম্যাচগুলোয়ও টাইগাররা জয়ের ধারা অব্যাহত রাখতে সমর্থ হবে। এবারের বিশ্বকাপ ক্রিকেটে শক্তিমত্তার পরিচয় দেবে টাইগাররা।
বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এসএমএকে/এসআইএ