ঢাকা: বুধবার (১১ অক্টোবর) রাজধানীতে শান্তি ও উন্নয়নের সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বিকেল ৩টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু এভিনিউয়ে এই সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও সমাবেশে অংশ নেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এসকে/এসআইএ