ঢাকা: ওয়ার্কার্স পার্টির কমরেড সালেহা সুলতানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি ঢাকা মেডিকেল কলেজ সন্ধানীতে মরণোত্তর চোখ দান করে গেছেন।
তার গ্রামের বাড়ি বগুড়ার গাবতলীতে।
সালেহা সুলতানার জামাতা তানভীর রুস্তম জানান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য ছিলেন তিনি। অনেক দিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। ফুসফুসে পানি জমেছিল। গত ১৫ অক্টোবর তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।
তিনি আরও জানান, সালেহা সুলতানা ঢাকা মেডিকেল কলেজের সন্ধানীতে মরণোত্তর চোখ দান করে গেছেন। হাসপাতাল থেকে তার গোসল সম্পন্ন করে গ্রামের বাড়ি বগুড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ নেতা কর্মীরা তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
তানভীর জানান, সালেহা সুলতানা রামপুরা উলন রোডে থাকতেন।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এজেডএস/নিউজ ডেস্ক