ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাবেক ডেপুটি স্পিকারের কনিষ্ঠ পুত্রের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
সাবেক ডেপুটি স্পিকারের কনিষ্ঠ পুত্রের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার এবং গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন হতে সাত বারের নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাড. ফজলে রাব্বী মিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরিফ রাব্বীর ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে সারা দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে দেশ ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বোনারপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী। ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ।  

এছাড়া উপস্থিত ছিলেন এতিম শিশু ও মাদ্রাসার ছাত্ররাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাহফিলে উপস্থিত থেকে ভাইয়ের মৃত্যু বার্ষিকীতে দোয়া কামনা করেছেন গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জনপ্রিয়তার শীর্ষে, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী- ফারজানা রাব্বী বুবলী (সাধারণ সম্পাদক, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ ও  সদস্য, জেলা আওয়ামী লীগ, গাইবান্ধা)।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।