খুলনা: খুলনার রূপসা উপজেলায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পীসহ ২৫ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।
সোমবার (৬ নভেম্বর) রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন বাংলানিউজকে বলেন, বাস পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। জড়িত সন্দেহে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের তালিমপুর ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে মায়ের আসল নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এমআরএম/আরআইএস