ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত তাদের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুর লেখা একটি চিঠি জি এম কাদেরের কাছে হস্তান্তর করেছেন।
সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত মূলত তাদের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুর চিঠি নিয়ে এসেছেন। তিনি চিঠিটা আমাদের পার্টির চেয়ারম্যানকে হস্তান্তর করেছেন।
চুন্নু বলেন, পিটার হাস জানিয়েছেন একই চিঠি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এই তিনটি দলকে দেওয়া হয়েছে।
জাপা মহাসচিব বলেন, সেই চিঠির বিষয় সংক্ষেপে বলা যায় বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রি, ফেয়ার এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। ৪০ মিনিটের মতো তিনি বৈঠক করেন। চিঠির বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে।
তিনি বলেন, সরকারের কাছে এটা আমাদের দাবি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন । আমাদের চেয়ারম্যান বারবার বলছেন যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হওয়ার মতো অবস্থা তৈরি হলেই জাতীয় পার্টি চিন্তা করবে নির্বাচনে যাওয়ার বিষয়ে।
তিনি আরো বলেন, কাল (মঙ্গলবার) কেন্দ্রীয় কমিটির সভা আছে, সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে দলের পক্ষ থেকে আমরা সিদ্ধান্তে আসবো।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এসএমএকে/এসআইএস