ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

ডোমারে ধান মাড়াই মেশিনের ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
ডোমারে ধান মাড়াই মেশিনের ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার রুমন ইসলাম

নীলফামারী: নীলফামারীর ডোমারে বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রুমন ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুমন ইসলাম ডোমারের পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার কাঁচামাল ব্যবসায়ী বুলেট ইসলামের ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।  

আহতরা হলেন- উপজেলার পশ্চিম চিকনমাটি খতপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. জনি (২৬), একই উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার আনোয়ার হোসনের ছেলে রতন ইসলাম (২১)। তারা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী থেকে তিনজন যুবক একই মোটরসাইকেলে ডোমারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নীলফামারী- সড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই রুমন মারা যান।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।