ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাচ্ছেন রওশন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাচ্ছেন রওশন

ঢাকা: রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দি‌নের স‌ঙ্গে ‌দেখা কর‌তে তার বাসভবন বঙ্গভব‌নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সংস‌দের বি‌রোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে রওশন এরশাদ বঙ্গভব‌নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান।

জানা গেছে, বি‌রোধীদ‌লীয় নেতা রওশন এরশাদের স‌ঙ্গে বঙ্গভব‌নে যা‌চ্ছেন বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, হুসেইন মুহম্মদ এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ ও কাজী মো. মামুনূর রশিদ।

আগামী নির্বাচ‌নে জাতীয় পা‌র্টির অবস্থান কী হ‌বে সে বিষ‌য়ে রাষ্ট্রপ‌তি‌কে অব‌হিত কর‌তে রওশন এরশাদ বঙ্গভবনে যাচ্ছেন বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এসএমএকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।