ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে তার বাসভবন বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বঙ্গভবনে যাচ্ছেন বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, হুসেইন মুহম্মদ এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ ও কাজী মো. মামুনূর রশিদ।
আগামী নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান কী হবে সে বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে রওশন এরশাদ বঙ্গভবনে যাচ্ছেন বলেও জানা গেছে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এসএমএকে/এমএম