ঢাকা: নির্বাচন কেন্দ্র করে গুজব-অপপ্রচার নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের তথ্য-প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির সভায়।
নির্বাচন নিয়ে অপপ্রচার বন্ধের জন্য বিশেষ কনটেন্ট তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানানো হয় এ সভায়৷ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপ-কমিটির প্রথম এ সভা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত উপ-কমিটির সদস্যরা এসব আহ্বান জানান।
সভায় বলা হয়, দেশ-বিদেশে নির্বাচনকে বিতর্কিত করতে নানা ষড়যন্ত্র চলছে৷ সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ব্যবহার করে কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী অপতৎপরতা অব্যাহত রাখছে। দেশের জনগণকে বিভ্রান্ত করতে বিভিন্ন গুজব-অপপ্রচার ছড়াচ্ছে। এসব গুজব অপপ্রচারের জবাব দিতে হবে।
এ সভায় উপ-কমিটির উদ্যোগে নির্বাচনের আগে, নির্বাচন সময় ও নির্বাচন পরবর্তী কর্মপরিকল্পনা তৈরি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ সময় গুজব অপপ্রচার রোধ, নির্বাচনের জন্য বিশেষ কনটেন্ট প্রস্তুত ও সর্বত্র ছড়িয়ে দেওয়া এবং আওয়ামী লীগের উন্নয়ন প্রচার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন কমিটির সদস্যরা।
সভায় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও আইটিবিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটি দীর্ঘদিন ধরে দেশে-বিদেশ থেকে প্রচারিত গুজব অপপ্রচার রোধে কাজ করছে। দেশের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরছে। নির্বাচনকেন্দ্রিক অনেক গুজব-অপপ্রচার চালাচ্ছে বিএনপি-জামায়াত। এসব গুজব অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে।
উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হোসেন এ সভায় সভাপতিত্ব করেন।
বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এসকে/আরএইচ