খুলনা: খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে বর্তমান সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের পরিবর্তে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এ আসনটিতে মুন্নুজান সুফিয়ান মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার সমর্থকরা খুলনায় বিক্ষোভ, সড়ক অবরোধ করেছেন।
রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-যশোর মহাসড়কের রেলগেটে প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও নেতা-কর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়।
নেতা-কর্মীরা অবস্থান নেওয়ায় সড়কের দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নেওয়ার পর নেতা-কর্মীদের সরিয়ে নেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।
এদিকে সন্ধ্যার পর রেলগেট এলাকায় শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও মনোনয়ন পাওয়া এসএম কামাল হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হন। পরে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মুন্নুজান সুফিয়ান। তিনি শ্রমিক-মেহনতি মানুষের নেতা। তাকে মনোনয়ন না দেওয়ায় আমরা অবাক ও হতাশ হয়েছি। প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, মুন্নুজান সুফিয়ানকে পুনরায় মনোনয়ন দেওয়া হোক।
খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মনোনয়ন যারা মানেন না, তারা আওয়ামী লীগের কেউ না।
খানজাহান আলী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান জানান, সন্ধ্যায় ফুলবাড়ি রেলগেট এলাকায় দুটি পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। ১০ মিনিটের মতো এ ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এমআরএম/আরবি