ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

দিল্লিতে পররাষ্ট্রসচিবের বৈঠককে বিস্ময়কর বললেন রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
দিল্লিতে পররাষ্ট্রসচিবের বৈঠককে বিস্ময়কর বললেন রিজভী রুহুল কবির রিজভী, ফাইল ফটো

ঢাকা: দিল্লিতে ৯০ দেশের কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের বৈঠক বিস্ময়কর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৬ নভেম্বর) বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘গত শনিবার (২৫ নভেম্বর) বাংলাদেশের পরাষ্ট্রসচিব দিল্লিতে ৯০টি দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশে কী সেসব দেশের দূতাবাস নেই? দিল্লিতে গিয়ে বৈঠক করতে হলো কেন? ভারতই বা কেন আয়োজন করে দিল? ভারত যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় তাহলে তো তাদের বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষে থাকার কথা ছিল। আজ তো ইউরোপ-আমেরিকা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষে স্বোচ্চার। যে সরকারের একদলীয় দুঃশাসনে দেশের সাধারণ মানুষ সবাই পিষ্ট, সেই সরকারের পক্ষে কাজ করানোর জন্য দিল্লিতে ৯০টি দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। আমি বিস্মিত হয়েছি। ’

বিএনপির নেতা-কর্মীরা বাসায় থাকতে পারেন না- এমন অভিযোগ করে তিনি বলেন, ‘অধিকাংশ নেতা-কর্মী জেলে। বাকি যারা আছেন তারা বাসায় থাকতে পারেন না, কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত মানুষের বাসায় থাকতে হয়। গ্রামগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা নিজ বাসায় থাকতে পারেন না, আত্মীয়-স্বজনের বাসায় থাকতে পারেন না। ধানক্ষেতে মশারি টাঙিয়ে থাকতে হয়। পুলিশের নির্যাতন থেকে বাঁচতে বাঁশঝাড়ে কোনো রকমে থাকতে হয়। এক বীভৎস পৈশাচিক অভিযান চলছে সারা দেশে। ’

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।