ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে রাজপথে আছি: খসরু চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে রাজপথে আছি: খসরু চৌধুরী

ঢাকা: ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী বলেছেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা সব সময় রাজপথে আছি। অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মো. খসরু চৌধুরী বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় না আনা পর্যন্ত আমি এবং আমার প্রতিটি অনুসারী রাজপথে থাকব। রাজপথ আমাদের প্রিয় ঠিকানা। বিএনপি-জামায়াত অপশক্তি যাতে জনগণের জানমালের কোনো ক্ষতি করতে না পারে সে বিষয়টি নিশ্চয়তা দেব।

পরে বিএনপি-জমায়েতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধবিরোধী মিছিল করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা। মিছিলটি সোমবার দুপুর একটার দিকে রাজধানীর উত্তরার জসিমউদ্দিন থেকে বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জসিমউদ্দিন এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।