ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনায় মনোনয়নপত্র জমা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
নেত্রকোনায় মনোনয়নপত্র জমা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নেত্রকোনা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (নেত্রকোনা-বারহাট্টা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।

এছাড়া নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলও নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ ও কেন্দুয়া উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন তারা।  

এ সময় শতশত উৎসুক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।