ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

অবরোধের সমর্থনে ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
অবরোধের সমর্থনে ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল

ফেনী: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দিনব্যাপী অবরোধের সমর্থনে ফেনীর কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।  

রোববার (২৪ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল, শহরের ট্রাংক রোডের আদালতপাড়া ও শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

 

অবরোধের সমর্থনে সকালে ফেনীর ট্রাংক রোডের আদালতপাড়া এলাকায় ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা।  

এ সময় ফেনী পৌর বিএনপির ১২ নম্বর ওয়ার্ড সভাপতি শাহ আলম ফরায়েজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সদস্য মেজবাহ মিয়াজী, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  

সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় কালিদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আরও একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কালিদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী রাসেলের নেতৃত্বে মিছিলে অংশ নেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক, ইউনিয়ন বিএনপি সদস্য দেলোয়ার হোসেন, মো. এমরান, জাফর আহমেদ, যুবদল সদস্য মামুন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাহাব উদ্দিন প্রমুখ।

একই সময় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবরোধের সমর্থনে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন স্বপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন দলীয় নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ