ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফরিদপুর-৪

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নৌকার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নৌকার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

ফরিদপুর: ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফর উল্যাহর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।  

রোববার (২৪) সন্ধ্যার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালামৃধা গ্রামে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যকালে কাজী জাফর উল্যাহ এ ঘটনার সঙ্গে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মজিবর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকরা জড়িত বলে অভিযোগ করেন। এ ব্যাপারে কালামৃধা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মান্দার বেপারি ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জায়েম বেপারি বলেন, রোববার সন্ধ্যার দিকে কালামৃধা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার বাদল হোসেনের নেতৃত্বে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের সমর্থকেরা তাদের ক্যাম্পে হামলা চালায়। এ সময় চেয়ার ও ফেস্টুন ভাঙচুর করা হয়। তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকিও দেয়।

অভিযোগের সত্যতা নিশ্চিত হতে কালামৃধা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের মেম্বার বাদল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরীর সমর্থক ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন এটি তাদের বিরুদ্ধে অপপ্রচার দাবি করে বলেন, সেখানে নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের কোনো ঘটনা হয়নি।

ভাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রদ্যুৎ সরকার বলেন, কালামৃধা এলাকায় নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের খবর পেয়ে রাতেই পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ ব্যাপারে সকালে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।