খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে নির্বাচনী প্রচারণাকালে তৃণমূল বিএনপি প্রার্থী উশ্যেপ্রু মারমার সমর্থকদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার দুধকছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করে উশ্যেপ্রু মারমা বলেন, ‘পানছড়ির দুধকছড়া এলাকার একটি পাড়ায় উঠান বৈঠক করার সময় ১২ জনের একটি সশস্ত্র গ্রুপ এসে হামলা করে। এ সময় আমাদের গাড়ি ভাঙচুর ও সমর্থকদের পিটিয়ে জখম করা হয়। ’
তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, ‘ইউপিডিএফ এবারের সংসদ নির্বাচন বর্জন করেছে ঠিক। তবে হামলায় জড়িত নয়। মূলত: জনগণই এক তরফা নির্বাচনকে প্রতিরোধ করেছে। এ হামলা তারই নমুনা মাত্র। ’
পানছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম জানান, হামলার কথা তারা শুনেছেন। তবে এখনও পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এডি/আরবি