ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নৌকা কোনো প্রতীক না, আবেগ: কায়সার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
নৌকা কোনো প্রতীক না, আবেগ: কায়সার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেছেন, এই নৌকা প্রতীক, এটা সাধারণ কোনো প্রতীক না, এটা একটা আবেগ। এই আবেগ ভাষায় লিখে আপনারা শেষ করতে পারবেন না।

রোববার (৩১ ডিসেম্বর) সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে ভোটারদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

কায়সার হাসনাত বলেন, নৌকার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধুর আবেগ জড়িত, এখানে বাংলাদেশের আবেগ জড়িত, স্বাধীনতার আবেগ জড়িত, আমাদের অস্তিত্বের আবেগ জড়িত। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অস্তিত্ব স্বাধীনতার অস্তিত্বর প্রতীক হলো নৌকা। এটাও আমার আবেগের কথা।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ভোট আপনারা দেবেন, যাকে খুশি তাকে দেবেন। কেউ আপনাদের জোর করবে না। সে পরিবেশ নাই। এবার খুব কঠিন নির্বাচন হবে। ডানে বামে তাকাইয়া কে কি করল, এসব চলবে না। প্রত্যেক ভোটার স্বাধীন মতো কেন্দ্রে গিয়ে স্বাচ্ছন্দ্য মতো তার ভোট দেবে। কোনো সন্ত্রাস বাহিনী দিয়ে প্রভাবিত হওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।