ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘নির্বাচিত হলে সব দল-মতের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
‘নির্বাচিত হলে সব দল-মতের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবো’

ঢাকা: ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের বলেছেন, সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান খুবই জরুরি। নির্বাচিত হলে সব দল-মতের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবো।

 

রোববার (৩১ ডিসেম্বর) গাওয়াইর ও আব্দুল্লাহপুরে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

শেরীফা কাদের, ঢাকা-১৮ আসন বাসযোগ্য করে তুলবো। রাস্তা-ঘাট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো। মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের সহায়তায় হাসপাতাল নির্মাণে উদ্যোগ নেবো। বেকারত্ব দূর করতে যুবক ও নারীদের কর্মমুখী প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবো। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রতিটি এলাকায় খেলার মাঠ ও পাঠাগার তৈরি করবো। আমরা মসজিদ, মন্দিরসহ সব উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাসিক সম্মানী যেন সরকারিভাবে দেওয়া হয় সেজন্য চেষ্টা করবো।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।