ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
জাপার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রোববার (৩১ ডিসেম্বর) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জানুয়ারি ২০২৪ সালে জাতীয় পার্টির ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাকরাইল কার্যালয়ে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হবে। বাদ মাগরিব কাকরাইল কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সারা দেশের জাতীয় পার্টির সব মহানগর, জেলা, পৌরসভা ও উপজেলা, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ প্রতিটি ইউনিটে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আহ্বান জানিয়েছেন জাপার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।