ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ 

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের পাশে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার বেলা পৌনে পাঁচটার দিকে নয়াপল্টনের ভিআইপি সড়কে হোটেল ভিক্টোরিয়ার সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

 

এক প্রত্যক্ষদর্শী জানান, পরপর তিনটি ককটেল বিস্ফোরণে পর সেখানে কালো ধোয়া দেখা যায় তবে কেউ আহত হয়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ককটেল বিস্ফোরণের পর নয়াপল্টন এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা,জুন ২৫, ২০২৪
টিএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।