ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সব হত্যার বিচারের দাবিতে কাফরুল থানা বিএনপির বিক্ষোভ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
সব হত্যার বিচারের দাবিতে কাফরুল থানা বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকা: আওয়ামী লীগের নৈরাজ্য ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কাফরুল থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর শ্যাওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করেন নেতারা।

মিছিলটি তালতলা, পশ্চিম কাফরুলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেগম রোকেয়া সরণীতে এসে শেষ হয়।

থানা বিএনপির আহ্বায়ক আকরাম বাবুর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, আলী আরশাদ মামুন, কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।

সমাবেশে ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান বলেন, আমাদের সন্তানদের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। গত ১৭ বছরে সকল গুম, খুনসহ সকল হত্যার বিচার এখন সময়ে দাবি বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।