ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বৈরাচাররা পালিয়ে গেলেও তাদের দোসরদের ওপর সজাগ দৃষ্টি রাখতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
স্বৈরাচাররা পালিয়ে গেলেও তাদের দোসরদের ওপর সজাগ দৃষ্টি রাখতে হবে

বরিশাল: সদ্য নবগঠিত বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দলের এক নেতা সভায় বলেছেন, স্বৈরাচাররা পালিয়ে গেলেও তাদের দোসরদের ওপর সজাগ দৃষ্টি রাখত হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টায় নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

গত জুলাইয়ে খান মনিরুজ্জামান ফারুককে মহানগর বিএনপির আহ্বায়ক ও জিয়া উদ্দিন সিকদারকে সদস্য সচিব করা হয়। ওই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হন আফরোজা খানম নাসরিন। তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটির পর গত ৪ নভেম্বর ৪২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় বিএনপি।

পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নিয়ে পরিচিতি সভায় সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের নিয়েই বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের দুর্দিনের কর্মীরাই সামনের দিনগুলোয় দেশ ও দলকে সামনের দিকে এগিয়ে নেবে। তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে এগিয়ে নিতে আহ্বান জানান।

সভায় মহানগর বিএনপির আহ্বায়ক খান মনিরুজ্জামান ফারুক বলেন, দলের কে কোন পদ পেলাম তার চেয়েও বড় কথা সকলেই আমরা বিএনপির কর্মী। সেটা মাথায় রেখে একত্রে কাজ করতে হবে। কারণ, স্বৈরাচার সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও এদেশেই আছে। যে কারণে সবার সজাগ দৃষ্টি রেখে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।

সভায় বরিশাল মহানগর বিএনপির সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।