ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আধিপত্যবাদের রাহুর গ্রাস থেকে জাতিকে মুক্ত করেছিলেন জিয়াউর রহমান’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
‘আধিপত্যবাদের রাহুর গ্রাস থেকে জাতিকে মুক্ত করেছিলেন জিয়াউর রহমান’

যশোর: যশোর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম পত্নী অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদের রাহু গ্রাস থেকে জাতিকে মুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদিন তিনি দিশেহারা জাতিকে আলোর পথ দেখিয়েছিলেন।

তিনি আরও বলেন, সেদিন দেশের সঠিক নেতৃত্বকে বেছে নিতে ভুল করেনি সিপাহী-জনতা।

অনেকে বলেন- শহীদ জিয়াউর রহমান নাকি ক্ষমতা দখল করেছিলন, কিন্তু তিনি ক্ষমতা দখল করেননি। তিনি আধিপত্যবাদের রাহুর গ্রাস থেকে দেশ ও জাতিকে মুক্ত করেছিলেন। এরআগে ১৯৭১ সালেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ত্রাণ কর্তা হিসেবে জাতির সামনে আর্বিভূত হয়েছিলেন।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গেল ৫ আগস্ট  ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়কে ধরে রাখতে হলে লড়াইয়ের ময়দান থেকে ঘরে ফেরার কোনো সুযোগ নেই। আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত রাখতে হবে। সেই লক্ষ্যে অবিচল থেকে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

ছাত্র-জনতা বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জন করে। কিন্তু বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত চলছে। ইসকনের মতো একটি একটি সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এর মধ্যে দিয়ে ঘরে ঘরে র-এর এজেন্ট প্রবেশ করছে। এ থেকে সকলকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান অধ্যাপক নার্গিস বেগম।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন ও নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম।

আলোচনা সভা পরিচালনা করেন, জেলা বিএনপির সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।

আলোচনা সভা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
ইউজি/জেএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।