ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে: দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে: দুলু

নাটোর: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নেওয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যত সময় যাচ্ছে তিনি সেখানে বসে তত ষড়যন্ত্রের ডাল পালার বিস্তার ঘটাচ্ছেন।

এসবের শক্ত জবাব দিতে দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। আগামী ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এর চেয়ে বেশি হওয়া উচিত নয়।

শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার দত্তপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোন্তাজ উদ্দিন।

সমাবেশে দুলু বলেন, দেশে নির্বাচিত সরকার না থাকায় বিদেশি যারা আমাদের দেশে বিনিয়োগ করেন তারা সাহস পাচ্ছে না। বাহিরের বিনিয়োগ কমে যাচ্ছে। তাই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে দেশের সার্বিক পরিস্থিতি যেমন ভালো হবে, তেমনি বিদেশিদের বিনিয়োগ বাড়বে। কর্মসংস্থান বাড়বে, দেশের উন্নয়ন হবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবেন।

এসময় আরও বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।