ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

ফতুল্লায় রাত থেকেই ছাত্র-জনতার অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
ফতুল্লায় রাত থেকেই ছাত্র-জনতার অবস্থান

নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে রাত থেকেই অবস্থান নিয়েছে ছাত্র-জনতা।

রোববার (১০ নভেম্বর) সকালে তাদের সঙ্গে যুক্ত হয় আরও অসংখ্য ছাত্র-জনতা।

 ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারার অংশ হিসেবে ঢাকায় কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ। এ খবরে ঢাকায় প্রবেশের এ সড়কের ফতুল্লার বিভিন্ন পয়েন্টে শক্ত অবস্থান নেয় ছাত্র-জনতা।

সেখানে অবস্থান নেওয়া রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, আমরা আর কোনো ফ্যাসিবাদের দোসরদের ও ফ্যাসিস্টদের কোনো নৈরাজ্য করতে দেব না। আমাদের নেতাকর্মী ও ছাত্র-জনতা বিভিন্ন স্থানে সতর্ক পাহারায় আছে যেন কেউ জানমালের কোনো ক্ষতি করতে না পারে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ