খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলা জামায়াত ইসলামের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেছেন, নৌকার দিন শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ। চিন্ময় প্রভু হিন্দুদের ব্যবহার করেছে।
খুলনার খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তার এ বক্তব্যের পর উপস্থিত হাজার হাজার জনতা ঠিক ঠিক বলে স্লোগান দেন।
রোববার (১ ডিসেম্বর) মহানগরীর ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এমআরএম/জেএইচ