ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

রাজনীতি

ভোটের মাধ্যমেই আমরা ক্ষমতায় যেতে চাই: বাবুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
ভোটের মাধ্যমেই আমরা ক্ষমতায় যেতে চাই: বাবুল বক্তব্য রাখছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল

মাদারীপুর: জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, রাতের ভোটে নয়। আল্লাহর রহমতে আমরা ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চাই।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর সোনারতরী প্লাজার সামনে মাদবরের চর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কৃষকসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন,আওয়ামী লীগের আমলে অন্যায়-জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। তারা রাতের ভোটের মাধ্যমে ক্ষমতায় থেকেছে। আমরা ভোটের মাধ্যমেই ক্ষমতায় যাবো ইনশাআল্লাহ। আমরা ক্ষমতায় গেলে প্রত্যেক ইউনিয়নে একটি করে ক্রয়কেন্দ্র করবো। যাতে করে কৃষকেরা তাদের কৃষিপণ্য ন্যায্যমূল্যে ক্রয় করতে পারে। কৃষকদের জন্য আমরা শস্যাবিমার ব্যবস্থা করবো।

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, তারেক রহমান ঘোষণা করেছেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কৃষকের জন্য প্রত্যেক ইউনিয়নে কৃষি ক্রয়কেন্দ্র নির্মাণ করব, ক্ষমতায় গেলে আমরা শস্যাগারের ব্যবস্থা করব। আমরা রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না। ডামি নির্বাচনে মাধ্যমে ক্ষমতায় যেতে চাই না। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই।

তিনি আরও বলেন, শেখ হাসিনা তার পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তার বোনের মেয়ে লন্ডনে চুরির দায়ে পদত্যাগ করেছে। তারা সব দেশ ছেড়েছে। আমার নেত্রী খালেদা জিয়া পালায়নি। তার নীতি-নৈতিকতা সব সময় সঠিক অবস্থানে রয়েছে।

শিবচর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে এবং সদস্য সচিব  মো. লিটন শিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মিন্টু, কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক  সম্পাদক সাবেক ভিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু, যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী, মাদারীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট অলিউর রহমান দর্জি, সদস্য সচিব অহিদুজ্জামান খানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।