ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজধানীতে ছাত্র ইউনিয়নের ইভটিজিং বিরোধী মানববন্ধন-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০

ঢাকা: ইভ টিজিংয়ের নামে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

মানববন্ধন শেষে এক সমাবেশে নেতারা তিন দফা দাবি উপস্থাপন করেন।



দাবিগুলো হলো, ইভ টিজিং এর নামে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে এবং নিপীড়ক খুনি-ধর্ষকদের সব্বোর্চ শাস্তির বিধান করতে হবে।  

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বলেন, ‘ইভ টিজিং একটি সামাজিক ব্যাধি। এটাকে ছোট করে দেখার আর সুযোগ নেই। ’

অন্য বক্তারা ইভটিজিংকে যৌন হয়রানির সঙ্গে তুলনা করে বলেন, ‘ইভ টিজিং বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি পরিবারকে এগিয়ে আসতে হবে। ’

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগন শাখার সভাপতি ম. ইব্রাহিমের সভাপত্তিতে সমাবেশে বক্তব্য রাখেন, মন্টি বশাক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু তোয়াব, নগর নেতা জিএম জিলানী, শুভ, তানজিয়া কাশফি, ইয়ামিন হোসেন, ফাহমিদা হোসাইন, সুমি আক্তার নিশি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।