ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আশরাফের বক্তব্য নির্লজ্জ মিথ্যাচার: এম কে আনোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০
আশরাফের বক্তব্য নির্লজ্জ মিথ্যাচার: এম কে আনোয়ার

ঢাকা: জিয়াউর রহমান জেল হত্যাকান্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে সৈয়দ আশরাফের দেওয়া বক্তব্যের বিরোধিতা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

সৈয়দ আশরাফের উদ্দেশে তিনি বলেন, ‘জঘন্য এ মিথ্যাচার করে পার পাবেন না।

নির্লজ্জ মিথ্যাচার থেকে বিরত থাকুন। ’

তিনি বলেন, ‘৩ নভেম্বর জেলহত্যাকা- যখন সংঘটিত হয়, তার আগেই জিয়াউর রহমানকে বন্দি করা হয়েছিল। তাহলে তিনি এ কাজের সঙ্গে কীভাবে সম্পৃক্ত হলেন। ’

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে সুশীল ফোরাম আয়োজিত ‘রাজনৈতিক সংঘাত, গণতন্ত্র সঙ্কটাপন্ন ও আমাদের করণীয়’ শীর্ষক গেলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

সাবেক এ মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নেতারা এখন প্রশ্ন করছে এ বিচার আমরা কেন করিনি? আপনারাও এর আগে একবার ক্ষমতায় এসেছেন, আপনারা করেননি কেন? বিএনপি ধরে এনে কাউকে শাস্তি দেওয়ার রাজনীতি করে না। এর সঙ্গে যারা সম্পৃক্ত ও প্রকৃত অপরাধী ক্ষমতায় গেলে তাদের বিএনপি বিচারের আওতায় আনবে। ’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের বরাবরের অভ্যাস নিজেদের দায় অন্যের উপর চাপানো। ৭৫-এর হত্যাকা-ও তারা অন্যের উপর চাপানোর চেষ্টা করেছে। অথচ এ হত্যাকা-ের সঙ্গে তার দলীয় লোকজনই সম্পৃক্ত ছিল। ’

‘আজকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী এইচ টি ইমাম হত্যাকা-ের পর গঠিত মন্ত্রিসভার শপথবাক্য পড়িয়েছিলেন জানিয়ে এম কে আনোয়ার বলেন, ‘আওয়ামী লীগের মধ্যেই এ ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে পাওয়া যাবে। ’

তিনি আরও বলেন, ‘আপনারা জাতীয় সব প্রতিষ্ঠানকেই বিতর্কিত করে ফেলেছেন। এমনকি রাষ্ট্রপতি পদটিও। রাষ্ট্রপতিকে দিয়ে তিনজন সাজাপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করেছেন। ’

রাজনৈতিক বিবেচনায় ছয় হাজার ১১৫টি মামলা প্রত্যাহারের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি মামলা পুনর্বিবেচনা করা হবে। ’

তিনি বলেন, এ সরকার যখনই ক্ষমতায় আসে এদের প্রধান উদ্দেশ্য জনগণকে কিছু না দেওয়া। ৭২, ৯৬ ও বর্তমান আমলে পাহাড়প্রমাণ ওয়াদা করে ক্ষমতায় এসেছে এবং তাদের ওয়াদা ভঙ্গ করছে।

মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে এতে অন্যদের বক্তৃতা করেন যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাম্মী আকতার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।