ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নিজ দলের সমালোচনায় গয়েশ্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০
নিজ দলের সমালোচনায় গয়েশ্বর

ঢাকা: আবারও নিজ দলকে সমালোচনার বাণে বিদ্ধ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেছেন, ‘বিএনপিতে পদ দখলের প্রতিযোগিতা চলছে।

বর্তমানে আওয়ামী লীগের সোনার ছেলেরা যেমন চাঁদাবাজি, টেন্ডারবাজিতে লিপ্ত, তেমনি বিএনপি’র কিছু নেতাও দলে পদবাজিতে লিপ্ত রয়েছেন। ’

বিএনপি ক্ষমতায় গেলে ছাত্রলীগ-যুবলীগের মতো এরাও দখলবাজিতে লিপ্ত হবে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির এই সদস্য।

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে দেশনেত্রী সাংস্কৃতি পরিষদ নামক একটি সংগঠন আয়োজিত ‘সংহতি সমাবেশে’ তিনি এ মন্তব্য করেন।
 
জিয়া পরিবারের উপর নিপীড়ন ও হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনদুর্ভোগ, সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের হত্যা ও নির্যাতন, উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর হত্যাকারীদের গ্রেপ্তার ও ডিসিসির ৫৬ নম্বর ওয়ার্ড-কমিশনার চৌধুরী আলমের সন্ধানের দাবিতে এ সংহতি সমাবেশ আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, ‘জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু আমাদের মতো কুলাঙ্গারদের কারণেই তারেক রহমানকে নিয়ে দু’চারটি কথা হয়। ’

কুলাঙ্গারমুক্ত থাকতে পারলে তারেক রহমানও জিয়া-খালেদার মতো বিতর্কের ঊর্ধ্বে থাকতেন বলে মন্তব্য করেন তিনি।

ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, ‘অতীত ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিএনপিতে ত্যাগী নেতাদের পথে পথে ঘুরতে হয়। আর সুবিধাবাদীদের জায়গা হয় রাজপ্রাসাদে। ’

বিএনপি ক্ষমতায় গেলেও দলীয় নেতাদের হত্যাকাণ্ডের বিচার হবে না মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘ক্ষমতায় গেলেও সানাউল্লাহ নূর বাবুসহ কোনো হত্যাকণ্ডেরই বিচার হবে না। কারণ, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি বড় বেশি উদার হয়ে  যায়। ’

জাতীয় চার নেতা হত্যায় জিয়া জড়িত ছিলেন আ’লীগ নেতা সৈয়দ আশরাফের এমন বক্তব্য নাকচ করে দিয়ে তিনি বলেন, ` বিভ্রান্তি ছড়ানোর জন্য এসব বলা হচ্ছে। ’
 
রাজাকারদের তালিকা তৈরি না করায় ক্ষোভ প্রকাশ করে গয়েশ্বর বলেন, ‘প্রতিবছর মুক্তিযোদ্ধার তালিকা তৈরি হয়। দেশটা কি মুক্তিযোদ্ধার ফ্যাক্টরি নাকি?’

মুক্তিযোদ্ধার সনদ এখন পয়সায় বিক্রি হয় বলেও অভিযোগ করেন তিনি।

পরিষদের চেয়ারম্যান ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, এম হায়দার আলী, সাবেক এমপি হেলেন জেরিন খান, রাশেদা বেগম হীরা, খালেদা ইয়াসমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।