ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সাবেক ছাত্রনেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০

ঢাকা: সাবেক ছাত্রনেতাদের নিয়ে বুধবার রাতে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে রাত ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।



বৈঠকে ৭ নভেম্বর মুক্তাঙ্গণের সমাবেশকে সফল করার বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনাকালে খালেদা জিয়া যুব নেতাদের সরকারের অন্যায় অত্যাচার, মিথ্যা মামলা, হয়রানির বিরুদ্ধে আগামী দিনের সব আন্দোলন কর্মসূচিকে শক্ত হাতে সফল করার জন্য ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন বলে চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানিয়েছে।

খালেদা জিয়া এই উদীয়মান নেতাদের বক্তব্যও শোনেন।

তিনি সাবেক ছাত্রনেতাদের উদ্দেশে বলেন, ‘তোমাদের আর পিছু হটার কোনো সুযোগ নেই। নিজেদের মধ্যেকার সব ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে দলকে আরো শক্তিশালী করতে হবে। ’

তিনি আরও বলেন, ‘আমি জানি তোমাদের ওপর অন্যায় অত্যাচার চলছে। দেশকে ও দেশের জনগণকে বাঁচাতে রাজপথে এর মোকাবেলার জন্য প্রস্তুত হতে হবে। ’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী খান সোহেল, শহীদ চৌধুরী এ্যানী এমপি, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, খায়রুল কবীর খোকন, নাজিমুদ্দিন আলম, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, আবুল খায়ের ভুঁইয়া এমপি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরাফত আলী সফু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, মহিলাদলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ, আব্দুস সালাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আলিম, যুবনেতা অ্যাডভোকেট আব্দুস সালাম বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।