ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে বিএনপি: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০
সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে বিএনপি: ফখরুল

ঢাকা: দেশের অস্তিত্ব রক্ষায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে বলে ঘোষণা দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকার দেশকে পরাধীনতার দিকে ঠেলে দিতে চায়, এ অবস্থায় এ গণ আন্দোলন জরুরি।



মাওলানা ভাসানি মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষকদলের আলোচনাসভায় তিনি এ কথা বলেন।  

কৃষক দলের সভাপতি মির্জাফখরুল অভিযোগ করেন, বিএনপিকে কোনো প্রতিবাদ সমাবেশ করতে দেওয়া হচ্ছে না.. অথচ সরকারি দল রাস্তা দখল করে একই ধরনের কর্মসূচি পালন করছে।

একে সরকারের দ্বৈতনীতি উল্লেখ করে তিনি বলেন, একে গণতন্ত্র বলা চলে না।

সরকারকে জনগণের দিকে তাকানোর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের দিকে না তাকালে জনগণই তার দাবি আদায়ে এগিয়ে আসবে।

সভায় আরও বক্তব্য রাখেন কৃষকদলের সাধারন সম্পাদক সামছুজ্জামান দুদু, যুগ্ম-সম্পাদক তকদির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময় ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।