ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদার বাড়ি: আইনি লড়াই চলবে তবে ফয়সালা রাজপথে- মওদুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০
খালেদার বাড়ি: আইনি লড়াই চলবে তবে ফয়সালা রাজপথে- মওদুদ

ঢাকা: খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি  নিয়ে আইনি লড়াই চলবে তবে এর ফয়সালা হবে রাজপথে। শুক্রবার এ ঘোষণা দিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ।

তিনি বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উৎখাত করলে ভুল করবে।

জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘খালেদা জিয়ার বাসভবন: সরকারের ভুমিকা ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মওদুদ আরও বলেন, হাইকোর্ট খালেদা জিয়ার বাড়ি সম্পর্কে যে রায় দিয়েছেন তা আমি বিশ্বাসই করতে পারছি না। ’

বাড়ির রেজিস্ট্রেশনসহ সকল প্রয়োজনীয় নথিপত্র খালেদা জিয়ার কাছে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মওদুদ সরকারকে উদ্দেশ্য করে বলেন, জোয়ার দেখেছেন কিন্তু ভাটা দেখেননি। এবার ভাটা দেখার সময় এসেছে। ভাটার আন্দোলনের স্রোতে সরকার শেকড় ধরেও বাঁচতে পারবে না। ’

তিনি বলেন, দেশের মানুষ সরকারকে আর ক্ষমতায় চায় না। মধ্যবর্তী নির্বাচন চায়। দেশের ৯৮ ভাগ মানুষই সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে।  

মওদুদ বলেন, নির্বাচন হলেই খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন এটা সরকারের মনে রাখা উচিত।

জাতীয়তাবাদী শক্তিতে যত বাধা দেওয়া হবে তা তত বেশি শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন মওদুদ আহমেদ।

তিনি বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে বিরোধী দল প্রস্তুত রয়েছে।

স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুল আলম চৌধুরী, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাব নেতা ডাঃ এজেডএম জাহিদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ।

বাংলাদেশ সময় ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।