ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

জামায়াতের তিন দিনের কর্মসূচি

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০

ঢাকা: দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

দলটির প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মো. তাসনীম আলম এ তথ্য জানান।



জামায়াতের দুই সহকারী সেক্রেটারী জেনারেল ও আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানকে মঙ্গলবার হাইকোর্টে এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।

এর আগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী বিভিন্ন থানায় দায়ের করা ছয় মামলায় গত ৩০ জুন থেকে রিমান্ডে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।